আমার চিঠিতাঁর চিঠি, তাঁকে লেখা চিঠিআমার চিঠি

“তুমি যে প্রশ্ন করেছ, এমন অদ্ভুত প্রশ্ন পূর্বেও শুনেছি
পতন অভ্যুদয় বন্ধুর পন্থা
যুগ যুগ ধাবিত যাত্রী
হে চিরসারথী তব রথচক্রে
মুখরিত কত দিনরাত্রি।
শ্বাশত মানব ইতিহাসে যুগে যুগে ধাবিত পথিকদের রথযাত্রায় চিরসাথী বলে আমি চতুর্থ জর্জের স্তব করতে পারি এরকম অপরিমিত মূঢ়তা আমার সমন্ধে যারা সন্দেহ করতে পারেন তাদের প্রশ্নের উত্তর দেওয়া তাদের প্রশ্নের উত্তর দেওয়া অবমাননা।”


ইতি
২৯/৩/২৯
রবীন্দ্রনাথ ঠাকুর